Logo
Logo
×

আইন-আদালত

শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে রুল জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৫:৩০ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে রুল জারি

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ এবং এমপিও নীতিমালা-২০২১ এর নির্দিষ্ট বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতের বদলি নীতিমালার আওতায় সমান শর্তে বদলির সুযোগ কেন দেওয়া হবে না।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

শুনানিতে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া বলেন, বর্তমান বদলি নীতিমালায় শিক্ষকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি।

এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। রুলের জবাব না দেওয়া পর্যন্ত নীতিমালার বৈধতা প্রশ্নে আইনি অনিশ্চয়তা রয়ে গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন