সিলেটে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার
সিলিট প্রতিনিধি :
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৫:১৮ পিএম
ছবি-সংগৃহীত
সিলেটের বহুল আলোচিত আবুল হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ আগস্ট) র্যাব-৯ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে শুক্রবার (৮ আগস্ট) রাতে র্যাব-৯, সিলেট এবং র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার ধানমন্ডি ও সিলেট শহরে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ দল রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি নাজমুল হোসেন ওরফে রায়হাকে (২০) গ্রেফতার করে। রায়হান সিলেটের কানাইঘাটের পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন মজুমদারি কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার অপর পলাতক আসামি রাজুকে (১৮) গ্রেফতার করা হয়। রাজু সুনামগঞ্জের ধর্মপাশা থানার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।



