ট্রাভেল ব্যাগে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত
টঙ্গী প্রতিনিধি :
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
ছবি-সংগৃহীত
ট্রাভেল ব্যাগে খণ্ডিত অজ্ঞাত পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। আজ শুক্রবার খণ্ডিত মরদেহের আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় শনাক্ত করে।
নিহত যুবকের নাম মো.অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান,ইতোমধ্যে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এর আগে আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হাজীর বিরিয়ানির সামনে রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয়রা টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষের মরদেহ দেখতে পায়।



