বগুড়ায় গোপনে বিয়ে করা নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা
বগুড়া অফিস :
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম
ছবি-সংগৃৃহীত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গোপনে বিয়ে করা এক নারীর মৃত্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে স্বামীর বাড়ি থেকে ফাতিমা আক্তার ববি (৩০) নামের ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ববি এক সন্তানের জননী। প্রায় আট মাস আগে ময়দানহাট্টা গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল মন্ডলের সঙ্গে তার গোপনে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তারা ভাড়া বাসায় একসঙ্গে থাকলেও হঠাৎ নিখোঁজ হন সোহেল।
পরে স্বামীর স্বীকৃতির দাবিতে ববি সোহেলের গ্রামের বাড়িতে অবস্থান নিতে শুরু করেন। তবে তার আগমন সংবাদ পেয়ে সোহেল বাড়ি ছেড়ে গা-ঢাকা দেন বলে জানিয়েছে স্থানীয়রা।
বুধবার সন্ধ্যায় সোহেলের বাড়িতেই ফাতিমার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি।”



