ইজিবাইকচালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
ফরিদপুর প্রতিনিধি :
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম
ছবি - রায় ঘোষণার পর আসামিদের নিয়ে যাচ্ছে পুলিশ
ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের সদর উপজেলার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, মো. রাসেল শেখ (পলাতক), রাজেস রবি দাস, মো. রবিন মোল্লা ওরফে ভিকি। এদের মধ্যে মো. রাসেল শেখ পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।



