ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার প্রধান অভিযুক্তদের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেছেন, এ মামলায় শীর্ষ অভিযুক্তদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 'জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “ভিকটিমের আবেগ যেমন গুরুত্ব পায়, তেমনই বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আসামিদের অধিকারও আমাদের বিবেচনায় থাকে। এজন্য সময় প্রয়োজন হয়, তবে তা দীর্ঘসূত্রতার জন্য নয়।”
তিনি জানান, বিচার শুরু হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে তদন্ত সংস্থা প্রথম প্রতিবেদন দিতে সক্ষম হয়েছে। বর্তমানে চারটি মামলার ওপেন ট্রায়াল চলছে, যার কিছু অংশ সরাসরি সম্প্রচারও করা হয়েছে।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবাইল কোর্ট নয়, এখানে নির্ধারিত পদ্ধতি ও আইনি মান অনুসরণ করতে হয়। তাই দ্রুত রায় নয়, সঠিক বিচারই আমাদের অঙ্গীকার।”
সিনিয়র পর্যায়ের বিচার শুরু হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আগামী ৩ আগস্ট শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী উপস্থাপন করা হবে। আমরা প্রমাণভিত্তিক সাক্ষী বাছাই করেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ও অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন যুগ্ম সচিব রুহুল আমিন।



