Logo
Logo
×

আইন-আদালত

ব্যবসায়ী আদনান প্রতারণার মামলায় গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম

ব্যবসায়ী আদনান প্রতারণার মামলায় গ্রেপ্তার

ছবি -সংগৃহীত

অর্থআত্মসাৎ, প্রতারণা, জালিয়াতির মামলায় আদনান খন্দকার (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর ৫ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

আদনান খন্দকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. রাকিব উদ্দিন।

ওসি জানান, গত ২ জুলাই মোহাম্মদ শাহ আজম নামে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ম্যানেজার ব্যবসায়ী অভিযোগ করেন, রাজ ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক আদনান খন্দকার ব্যবসায়িক ঋণ হিসেবে ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা নেন। ওই ঘটনার সাক্ষী ছিলেন মাজহারুল ইসলাম, সালাহউদ্দিনসহ কয়েক জন। আদনান টাকা পরিশোধের লক্ষ্যে এবি ব্যাংকের দুটি চেক দেয়। চেকগুলো নগদায়ন করতে গিয়ে দেখা যায় তার হিসাবে টাকা নাই। ঋণের মাধ্যমে গ্রহণ করা অর্থ ফেরত না পাওয়ায় আদনানের বিরুদ্ধে গত ২ জুলাই ভাটারা থানায় মামলা করা হয়।

মামলায় এজহার নামীয় আসামি হিসেবে আদনানকে বৃহস্পতিবার বিকালে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আসামি আদনানের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদনানকে গ্রেপ্তার করার পরপরই বিভিন্ন মহল থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবীর শুরু করে।

তবে পুলিশ জানিয়েছে এজহারনামীয় আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নিবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন