Logo
Logo
×

আইন-আদালত

নরসিংদীতে পিপিকে হুমকির প্রতিবাদ আইনজীবী সমিতির

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৬:০০ পিএম

নরসিংদীতে পিপিকে হুমকির প্রতিবাদ আইনজীবী সমিতির

ছবি-যুগের চিন্তা

নরসিংদী জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বাছেদ ভূঞাকে হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ আবদুল মান্নান ভূঞার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আইনজীবী নেতৃবৃন্দরা জানান, গত ২১ জুলাই নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে ‘জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর. এড. শিরিন আক্তার শেলীর নেতৃত্বে এনসিপির কতিপয় সন্ত্রাসী ‘মব’ সৃষ্টি করে আদালতে ভাঙচুড়, হামলা ও হুমকী দিয়ে আদালত প্রাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করে । এছাড়াও পিপি আব্দুল বাছেদ ভূঞাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

বক্তারা এ ঘটনার সাথে জড়িত নরসিংদী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালত প্রাঙ্গনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে পিপি এড. আব্দুল বাছেদ ভূঞা, জেলা বারের সম্পাদক এ.কে.এম নূরুল ইসলাম (নুরুন্নবী), জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এড. আবুল কালাম আজাদ, জিপি এড. আব্দুল হান্নান মিয়াসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন