Logo
Logo
×

আইন-আদালত

ঋণ নিয়ে পাচার : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম

ঋণ নিয়ে পাচার : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

ছবি - সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তাঁর স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক ও জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী (৪৬) এবং বোন রোকসানা জামান চৌধুরী (৫৬)। এছাড়া ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক, কর্মকর্তা ও জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের নামে পাঁচটি নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিল। এগুলো হলো- ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। প্রতিষ্ঠানগুলোর নামে ইউসিবি ব্যাংকে পৃথক হিসাব খোলা হয়এরপর ঋণের ২৫ কোটি টাকা বিভিন্ন ভাগে চারটি হিসাব নম্বরে স্থানান্তর করে সেগুলো পাচার করা হয়েছে

এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ করা হয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন