Logo
Logo
×

আইন-আদালত

বগুড়ায় হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম

বগুড়ায় হত্যার দুই যুগ পর আসামির যাবজ্জীবন

ছবি - আসামি আজিজার রহমান

বগুড়ার শিবগঞ্জে দুই যুগ আগে আনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ১ জুন বগুড়ার শিবগঞ্জের কৃষ্ণপুর আসামি আজিজুর রহমান পূর্বশত্রুতা জেরে কৃষক আনোয়ারুলকে ধারালো অস্ত্রেরেআঘাতে হত্যা করে। ঘটনার পরপরই সেই সময় পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে ও পরবর্তীতে তদন্তসাপেক্ষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রমের আসামি বিভিন্ন সময়ে জামিনেও ছিলেন। প্রত্যক্ষদর্শী প্রায় ১৬ জনের সাক্ষীর উপর ভিত্তি করে আদালত আজিজুর রহমানকে যাবজ্জীবন সাজা দেন। এছাড়াও আসামিকে ১ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজাদ হোসেন তালুকদার বলেন, আসামিকে দেওয়া অর্থদণ্ডের মধ্য ৯০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবার পাবে ও বাকি ১০ হাজার টাকা সরকারি কোষগারে জমা হবে। এ রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তুষ্ট হয়েছে বলে জানান তিনি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন