অবৈধ সম্পদের অভিযোগে দুদকের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি খালাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত মন্তব্য করেন, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এদিন এ্যানি চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন, তার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মহি উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, তানজীম চৌধুরী এবং খায়রুল ইসলাম লিটন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ অক্টোবর দুদক রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার তথ্য গোপন করেন। এর মধ্যে জমি রেজিস্ট্রেশন ফি বাবদ ৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকা এবং একটি স্কুলে অনুদান হিসেবে ১০ লাখ টাকা অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার নথি অনুযায়ী, এ্যানির স্থাবর, অস্থাবর ও অপ্রদর্শিত সম্পদ মিলিয়ে ৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকার মালিকানা পাওয়া যায়। দায় বাদ দিলে নিট সম্পদের পরিমাণ হয় ৩ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকা, যা ২০১৩ সালের জমাকৃত হিসাবের তুলনায় বেশি।
তবে বিচারিক পর্যায়ে এসব অভিযোগ প্রমাণে ব্যর্থ হয় রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৬ জুলাই রায়ের দিন নির্ধারণ করা হয়, যা বুধবার ঘোষণা করা হয়।



