Logo
Logo
×

আইন-আদালত

রামুতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:৩৬ পিএম

রামুতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কক্সবাজারের রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২এর বিচারক মো. ওসমান গণি এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন, আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আকতারকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী রাশেদ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল আকতার। নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন আদালতের বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন