Logo
Logo
×

আইন-আদালত

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ছবি : সংগৃহীত

রাজধানীর মুগদা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন বিষয়টি নিশ্চিত করেন।

সকাল ১০টা ৮ মিনিটে পুলিশের নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে সুমনকে এজলাসে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে তাকে পুনরায় হাজতখানায় ফেরত পাঠানো হয়।

আদালত কক্ষে উপস্থিত হয়ে ব্যারিস্টার সুমন বলেন, “দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম বাসায় ফেরার পথে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে হামলার শিকার হন। রাবার বুলেটের আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন।

এই ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার ২৫ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে ব্যারিস্টার সুমনের।

এর আগে, ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তখন থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন