নবাবগঞ্জে লুন্ঠিত স্বর্ণালংকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম
ছবি-যুগের চিন্তা
ঢাকার নবাবগঞ্জে পুলিশের অভিযানে লুন্ঠিত গলিত স্বর্ণের টুকরাসহ স্বর্ণের অলংকারের বিভিন্ন অংশ ও পাথরসহ ৩ ভরি ৫ আনা এবং রুপার বিভিন্ন অলংকারের অংশসহ ৮০ ভরি রুপা উদ্ধারসহ সর্দার খোকনসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাংগা থানার সুলনা চান্দ্রা এলাকার মৃত আউয়াল এর ছেলে ডাকাত সর্দার খোকন ওরফে জসিম (৩৮), একই থানার খাটরা এলাকার মৃত লতিফ মাতবর এর ছেলে সালাম (৫৬), রুরুল্যাগগঞ্জ ইউনিয়নের বাররা এলাকার সরোয়ার মাতুব্বর এর ছেলে সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), নীলফামারী জেলার ডোমার উপজেলার পূর্ব বাগডোকরা এলাকার আব্দুল ইসলাম এর ছেলে হামিদুল (৩৭), ঢাকা ডিএমপির পল্লবী থানার রোড নং-৩, ব্লক-ত, বাসা নং-২৪৮, আব্দুল করিম এর ছেলে শফিকুল ইসলাম (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএমর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের তত্ত্বাবধানে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম এর দিক নির্দেশনায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচাজ মমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৫ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে ডাকাতি হওয়া বিপুল পরিমান স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়।



