দোহারে বিএনপি নেতা হত্যায় ব্যবহৃত বাইক উদ্ধার, গ্রেপ্তার-১
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
ছবি-যুগের চিন্তা
ঢাকার দোহার বিএনপি নেতা হারুন মাস্টার হত্যাকন্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ জিহাদ চোকদার (২০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত আসামী জিহাদ চোকদার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার স্বপন চোকদারের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ কালে সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
ঢাকা জেলা দোহার সার্কের এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জিহাদসহ তার সহযোগীরা মিলে তিন মাস আগেও একবার হারুন মাস্টারকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয় এবং দীর্ঘ দিনের পরিকল্পনায় তার মোটরসাইকেল দিয়ে খুনিরা ঘটনাস্থল রেকি করে ও সর্বশেষ এই হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



