Logo
Logo
×

আইন-আদালত

চাঁনখারপুল ও জাহাজবাড়ি হত্যা : ১২ আসামি ট্রাইব্যুনালে

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

চাঁনখারপুল ও জাহাজবাড়ি হত্যা : ১২ আসামি ট্রাইব্যুনালে

ছবি - জুলাই-আগস্টের বিভিন্ন মামলায় ১২ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় চারজনসহ জুলাই-আগস্টের বিভিন্ন মামলায় ১২ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার আগে বিভিন্ন কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আসামিরা হলেন, শাহবাগ থানার ওসি অপারেশন মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

২০১৬ সালে মিরপুরের জাহাজবাড়ি হত্যার ঘটনায় দায়ের করা অপর এক মামলায় তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিরা হলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা।

সাভারের আরও এক মামলায় আনা হয়েছে সাবেক নায়েক সোহেল, জিএস মিজান মিজানুর রহমান ও জাকির হোসেনকে (মামা জাকির)। অন্যদিকে, রামপুরায় দেয়ালের কার্নিসে ঝুলে থাকা একজনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আসামিরা হলেন, সাবেক সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সাহা।

এসব মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শুনানি হওয়ার কথা রয়েছে


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন