Logo
Logo
×

আইন-আদালত

আবু সাঈদ হত্যা : গ্রেফতার দুই আসামিকে ২২ জুলাই হাজিরের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম

আবু সাঈদ হত্যা : গ্রেফতার দুই আসামিকে ২২ জুলাই হাজিরের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে গ্রেফতার দুই আসামিকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক ২৪ জনকে গ্রেফতার ও হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে


রোববার (১৩ জুলাই) ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


আদালতে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। এ ঘটনার সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্য অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে ট্রাইব্যুনালকে জানান তিনি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করেন।


শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল। অন্য মামলায় গ্রেফতাররা হলেন- রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া পলাতক ২৪ আসামিকেও একই দিন হাজির করতে বলা হয়।


এদিন সকালে এ মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।


এর আগে, ১০ জুলাই এ মামলায় পলাতক ২৬ জনকে গ্রেফতারের মাধ্যমে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আজকের মধ্যে তাদের হাজির করতে বলা হয়। তবে এর মধ্যে অন্য মামলায় দুজন গ্রেফতার থাকায় বাকি ২৪ জনের বিরুদ্ধে নতুন আদেশ দেওয়া হয়েছে।


গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়। এ ঘটনায় মোট ৩০ জনকে আসামি করা হয়।





Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন