Logo
Logo
×

আইন-আদালত

৪ রোহিঙ্গা খুনের ঘটনায় আরসা প্রধান আতাউল্লাহ রিমাণ্ডে

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

৪ রোহিঙ্গা খুনের ঘটনায় আরসা প্রধান আতাউল্লাহ রিমাণ্ডে

ছবি-যুগের চিন্তা

মিয়ানমার কেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজারের আদালত।

বুধবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রোহিঙ্গা ক্যাম্পে একই সঙ্গে ৪ খুনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ২০২০ সালের রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের মামলায় এজাহারভূক্ত আসামি আরাসা প্রধান আতাউল্লাহ জুনুনী। মামলার তদন্তকারি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আরাসা প্রধানকে আনা হয় আদালত প্রাঙ্গনে। আদালতে আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা সুবিধাজনক সময়ে কারাগার থেকে রিমান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন গোলাম জিলানী।

আদালতের প্রাপ্ত তথ্য মতে, ২০২০ সালের ৬ অক্টোবর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছিল। ওই মামলার এজাহারভূক্ত আসামি আতাউল্লাহ। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।

চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ছয়জনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন