দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেপ্তার
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম
ছবি - যুগের চিন্তা
ঢাকার দোহার থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল হোসাইন (২৭) এবং বিলাশপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক (৩০)।
দোহার থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
দোহার থানার (ওসি) মো: হাসান আলী জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, উসকানিমূলক বক্তব্য ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



