গোলাম দস্তগীর গাজীর শেয়ার,ব্যাংক হিসাব জব্দ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম
ছবি-সংগৃহীত
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো.জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ দিন এ আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার। আবেদনে বলা হয়,আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়,আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব, গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে, ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা।



