Logo
Logo
×

আইন-আদালত

বনানীর হোটেলে ২ নারীর ওপর হামলাকারীরা শনাক্ত

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম

বনানীর হোটেলে ২ নারীর ওপর হামলাকারীরা শনাক্ত

ছবি-সংগৃহীত

রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে দুই নারীর ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। 

শুক্রবার (৪ জুলাই) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা মনিরের নেতৃত্বে এ হামলা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।বুধবার (২ জুলাই) রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এক দল মানুষ ওই দুই নারীর ওপর হামলা চালান। এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে। সমালোচনার মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ।  যুবদল জানিয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরণের অপকর্মের দায় দল নেবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, শাড়ি পরা এক নারী সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একজন পথ আটকে তাকে আঘাত করে নিচে ফেলে দেন। সেই নারীর পেছনে আরো এক নারী দৌড়ে নামার চেষ্টা করছিলেন এবং তাকে কয়েকজন ধাওয়া করে ধরে নিচে ফেলে দেন। এরপর হামলাকারীরা মিলে মেঝেতে পড়ে থাকা দুই নারীকে মারধর করেন। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ বুধবার রাতেই বনানী থানায় একটি মামলা দায়ের করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন