Logo
Logo
×

আইন-আদালত

আলিফ হত্যা মামলায় চার্জশিট দাখিল :চিম্ময় প্রধান আসামি

Icon

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৫৩ পিএম

আলিফ হত্যা মামলায় চার্জশিট দাখিল :চিম্ময় প্রধান আসামি

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যা মামলায় উগ্র সংগঠন ইস্কন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে প্রধান আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা আদালতের প্রসিকিউশন শাখায় চার্জশিট দাখিল করেন।

এপিপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চার্জশিটের ওপর শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।

চার্জশিটে এজাহারভুক্ত আসামির সংখ্যা ৪২ জন। এর মধ্যে ৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয়েছে ২০ জনকে এবং পলাতক রয়েছেন ১৮ জন। মামলায় ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে প্রধান আসামি চিম্ময় দাশ।

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় চিম্ময়ের অনুসারীরা চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। সংঘর্ষের এক পর্যায়ে আদালত এলাকায় সহকারী কৌঁসুলি আলিফ হামলার শিকার হয়ে নিহত হন।

পরবর্তীতে নিহতের বাবা ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন