ছবি-সংগৃহীত
জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টায় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও ছাত্রলীগ নেতা রাজা বাদশা পিচ্চি রাজাকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
এছাড়াও কাফরুল থানায় আতিকুল ইসলাম নামে হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমের গ্রেফতার আবেদন মঞ্জুর করেন আদালত।
বুধবার (২ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। এদিন সকালে কারাগারে থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সকাল ১০টা ১৩ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে এজলাসে ওঠানো হয়।
পাঁচ মিনিট পরে বিচারক এজলাসে ওঠে বিচারিক কার্যক্রম শুরু করেন। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে ১০টা ২০ মিনিটে তাদের সিএমএমের হাজতখানায় নেওয়া হয়।



