আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ এএম
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগ গৃহীত হয়। বেলা সাড়ে ১১টায় অভিযোগ আমলে নেওয়া নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্ত প্রতিবেদন গত ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও সংযুক্ত করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জন এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
এ মামলার চার আসামি ইতোমধ্যে কারাগারে রয়েছেন। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার পর তার সহপাঠীরা তাকে রংপুর মেডিকেলে নেওয়ার পর মৃত্যু নিশ্চিত হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়।
আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক।



