Logo
Logo
×

আইন-আদালত

নাবিল গ্রুপ নিয়ে বিস্ফোরক মন্তব্য জাওয়াদ নির্ঝরের

Icon

যুগের চিন্তা ডিজিটাল রিপোর্ট :

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:২৪ এএম

নাবিল গ্রুপ নিয়ে বিস্ফোরক মন্তব্য জাওয়াদ নির্ঝরের

নাবিল গ্রুপের লুটপাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন করাপশন ইন মিডিয়া ডটকমের সম্পাদক জাওয়াদ নির্ঝর।

রাজশাহীভিত্তিক নাবিল গ্রুপের লুটপাট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন করাপশন ইন মিডিয়া ডটকমের সম্পাদক জাওয়াদ নির্ঝর।

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ধরেন লীগের আমলে আমি বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে আর দিলাম না। তারপর ভাবলাম, মিডিয়ার মুখ বন্ধ করা দরকার। তারপর লুটপাট করা টাকা থেকে ১০০ কোটি ইনভেস্ট করে একটা টিভি খুললাম।

টিভির নাম দিলাম স্টার টিভি। এখন আর আমার লুটপাট নিয়ে কেউ কথা বলবে না, মিডিয়া তো নিজেই খুলছি। গল্পটা দেশের আলোচিত ব্যাংক লুটেরা এসআলম গ্রুপের অন্যতম সহোযোগী নাবিল গ্রুপের।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন