Logo
Logo
×

আইন-আদালত

কুয়াকাটায় মৎস্যজীবী দল সদস্য শহীদুল মাঝিকে পিটিয়ে হত্যা

Icon

কলাপাড়া প্রতিবেদক :

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১২:০৩ পিএম

কুয়াকাটায় মৎস্যজীবী দল সদস্য শহীদুল মাঝিকে পিটিয়ে হত্যা

ছবি-যুগের চিন্তা

কুয়াকাটায় পাওনা টাকা আদায় নিয়ে  শহিদুল ফকির (৪০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  সোহেল ফকির নামে এক যুবকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। । অভিযুক্ত সোহেল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাডার নজরুল ফকিরের ছোট ভাই বলে জানা গেছে। নিহত শহিদুল ওয়ার্ড মৎস্যজীবী দলের সদস্য। 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে পশ্চিম খাজুরা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শহিদুল গ্রামের মৃত আলী ফকিরের ছেলে এবং স্থানীয় একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।

জানা গেছে , শহিদুলের ট্রলারের এক স্টাফের কাছে সোহেল ফকির ২৪ শ’ টাকা পেতেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে শহিদুলকে মারধর শুরু করে সোহেল ফকির।  এক পর্যায় কাঠ দিয়ে শহিদুলের মাথায় আঘাত করা হয় । স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়াকাটা  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা.রিয়াজ হোসেন জানান,  হাসপাতালে আনার আগেই শহিদুল মারা গেছে।

নিহতের ছেলে সজল (১৯)  বলেন, ‘সোহেল ফকিরের পাওনা টাকা আমি আগেই দিয়েছি। তারপরও আমার বাবাকে গালিগালাজ করে, হঠাৎ কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করলে বাবার মৃত্যু হয়।’

লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘৫ আগস্টের পর থেকে এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক কুকর্ম করে যাচ্ছে। শহিদুল ফকিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান , ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল ফকির থানার তালিকাভুক্ত এবং একাধিক মামলার আসামি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন