Logo
Logo
×

আইন-আদালত

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:৩০ পিএম

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে

ছবি - উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় গ্রেপ্তার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

গতকাল মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। এদিন আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম। 

মঙ্গলবার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সহায়তায় আসামি হানিফকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করে, তিনি ঘটনার দিন কেএম নুরুল হুদার বাসায় প্রবেশ করে তাকে মারধর করেন এবং গলায় জুতার মালা পরিয়ে দেন।

কারাগারে আটক রাখার আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ২২ জুন উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাড়িতে সাবেক সিইসিকে এম নুরুল হুদার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে বিমানবন্দর থানায় নিয়ে যায় এবং পরে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরে জানা যায়, সাবেক সিইসি কেএম নুরুল হুদার বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় একটি মামলা রয়েছে এবং তিনি সেই মামলার এজাহারভুক্ত আসামি। তবে এ ঘটনায় যেসব হামলাকারী তার বাসায় অনধিকার প্রবেশ করে বেআইনি জনতাবদ্ধে হেনস্তা করেছে, তারা দণ্ডবিধি আইনের ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০০ ধারায় অপরাধ করেছে বলে মামলা দায়ের করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন