Logo
Logo
×

আইন-আদালত

বগুড়ায় লাইসেন্সবিহীন ক্লিনিক সিলগালা

Icon

বগুড়া অফিস :

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:৫০ পিএম

বগুড়ায় লাইসেন্সবিহীন ক্লিনিক সিলগালা

ছবি-যুগের চিন্তা

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে একটি লাইসেন্সবিহীন বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় পশুর মাংস, আর মজুত ছিল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।

মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.এস এম নূর-ই-শাদী।

অভিযানকারীরা জানান, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এর ভেতরে ছিল চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধির লঙ্ঘন, এবং নানা অনিয়ম।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘অভিযান চালিয়ে দেখা যায়, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কাঁচা পশুর মাংস। ক্লিনিকের স্টোর রুমে পাওয়া গেছে কিছু মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।’

মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন