Logo
Logo
×

আইন-আদালত

চট্টগ্রাম বিমানবন্দরে ১১ লাখ টাকার ই-সিগারেট জব্দ

Icon

স্টাফ রিপোরর্টার , চট্টগ্রাম :

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০১:০১ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে ১১ লাখ টাকার ই-সিগারেট জব্দ

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও এর আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে এনএসআই ও বিমানবন্দরের নিরাপত্তা শাখা। উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ জুন) সকাল ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-350 ফ্লাইটে চট্টগ্রামে আসা এক যাত্রীকে আটক করা হয়। তার নাম মাওলানা মোহাম্মদ আইয়ুব। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রী কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে সকাল ৭টা ১০ মিনিটে তার লাগেজ তল্লাশি করে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি সিগারেট কার্টিজ এবং ৩০টি সিগারেট কয়েল জব্দ করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ই-সিগারেটের মূল্য প্রায় ৪০ হাজার টাকা, রিফিল লিকুইডের মূল্য ৮ লাখ ৩৩ হাজার টাকা, কার্টিজের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা এবং কয়েলের মূল্য ৬০ হাজার টাকা বলে জানায় কাস্টমস বিভাগ।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অভিযুক্ত মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে এটি ছিল প্রথম অপরাধ। তাই উদ্ধারকৃত মালামাল বাজেয়াপ্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন