ছবি-সংগৃহীত
নীলফামারী কারাগারের প্রধান ফটকে সালমান শাহ নামের এক কারারক্ষী গাঁজাসহ আটক হয়েছেন। পরে মামলা দিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) রাত ৩টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেফতার কারারক্ষী সালমান শাহ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাজারিয়াচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে কারাগারে প্রবেশের সময় সালমান শাহকে সন্দেহ হলে তল্লাশি করেন প্রধান ফটকে দায়িত্বরত সহকারী প্রধান কারারক্ষী শহিদুল ইসলাম। এসময় তার জুতায় বিশেষ কায়দায় রাখা এক পোঁটলা (৮ গ্রাম) গাঁজা পাওয়া যায়।
কারাগারের জেলার ফারুক হোসেন জানান, কারারক্ষী সালমান শাহর বিরুদ্ধে এরআগে একাধিক অভিযোগ রয়েছে। তিনি নারায়ণগঞ্জ কারাগারে থাকাকালীন ২০২৪ সালের ৮ ডিসেম্বর কারাগারের ভেতরে ডিউটিতে প্রবেশের সময় গাঁজাসহ তাকে আটক হয়। সেসময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ তিন বৎসরের বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল।
এ বিষয়ে জেল সুপার রফিকুল ইসলাম বলেন, গাঁজা রাখার দায়ে সালমান শাহকে বরখাস্ত ও পুলিশে সোপর্দ করা হয়েছে।



