চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, হেলপার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
ছবি-সংগৃহীত
চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পলাতক হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ জুন) রাতে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
এর আগে, একই দিন দুপুরে মামলার অপর আসামি বাসচালক সাব্বির মিয়াকে (২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা লিটন মিয়াকে আদালতে পাঠানো হবে।



