Logo
Logo
×

আইন-আদালত

অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:১২ পিএম

অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে

ছবি-সংগৃহীত

গোপালগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড ও বাপার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

এসময় জেলা পরিষদ ৫০টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩ টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৬০ টি সহ মোট ১৯৩ টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় উপ-প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস সহ পুলিশ, র‌্যাব , সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড়, বাপার্ড এলাকায় জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ১৪দিন  দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারা অবৈধ স্থাপনা সরায়নি। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানানা।  

সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম বলেন, আমাদের ১.৫ একর জায়গা থেকে ৬০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন