Logo
Logo
×

চাকরি

পূর্বাচলে আলোচিত রেস্টুরেন্ট সুন্দরীতে একাধিক পদে লোকবল নেবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

পূর্বাচলে আলোচিত রেস্টুরেন্ট  সুন্দরীতে একাধিক পদে লোকবল নেবে

রাজধানীর পূর্বাচলে আলোচিত রেস্টুরেন্ট  সুন্দরীতে নিয়োগ প্রক্রিয়া চলছে। শনিবার (৭ ডিসেম্বর) কে এইচ এন ইন্টারন্যাশনাল বিজনেস লিমিটেডের প্রতিষ্ঠান সুন্দরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শেফ, ওয়েটার, হাউজ কিপিং পদে ১৩ জনকে নিয়োগ দেবে। 

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো কিছু সুযোগ-সুবিধা পাবেন।

শেফ ( বাংলা)  ১ জন, শেফ ( কাবাব) ১ জন, শেফ ( থাই ও জাপানিজ) ১ জন, শেফ ( ইটালিয়ান) ১ জন, বারিস্তায় ১ জন, ওয়েটার ছেলে ৪ জন ও মেয়ে ২ জন, হাউজ কিপিং ২ জনসহ মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে ক্যাটারিং বিভাগে।  

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর; চাকরির ধরণ: ফুলটাইম; কর্মক্ষেত্র: পুর্বাচল ১৭ নং সেক্টর  "সুন্দরী"। পুরুষ ও মহিলা সবাই আবেদন করতে পারবেন। 

বয়সসীমা : ওয়েটার এবং হাউজ কিপিং ২০-৩৫ ও শেফ ২৫-৫০ । বেতন আলোচনা সাপেক্ষে 

উক্ত পদের প্রার্থীদের আগামি ১২ ডিসেম্বর ‌‌‌‘‘সুন্দরী’’ রেস্টুরেন্টে উপস্থিত থাকার জন্য নির্দেশনা থাকছে। সাথে অবশ্যই বায়োডাটা, ভোটার আইডি কার্ড ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। বিস্তারিত জানতে 01970549311 ফোন অথবা [email protected] মেইল করুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন