Logo
Logo
×

চাকরি

২৫ প্রভাষক নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

২৫ প্রভাষক নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ২৫ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১৭ নভেম্বর।

১. পদের নাম: অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ক. ফার্মেসি বিভাগ–১

খ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ–১

গ্রেড ও বেতন: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

২. পদের নাম: সহযোগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ক. পরিসংখ্যান বিভাগ–১

খ. ফার্মেসি বিভাগ–১

গ. লোকপ্রশাসন বিভাগ–১

ঘ. নৃবিজ্ঞান বিভাগ–১

ঙ. ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ–১

গ্রেড ও বেতন: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ক. রসায়ন বিভাগ–১

খ. ইংরেজি বিভাগ–২

গ. অর্থনীতি বিভাগ–১

ঘ. লোকপ্রশাসন বিভাগ–১

ঙ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ–২

চ. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ–১

ছ. পদার্থবিজ্ঞান বিভাগ–১

গ্রেড ও বেতন: (গ্রেড-৬) ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

৪. পদের নাম: প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: ক. গণিত বিভাগ–২

খ. পদার্থবিজ্ঞান বিভাগ-১

গ. পরিসংখ্যান বিভাগ–১

ঘ. ফার্মেসি বিভাগ–১

ঙ. ইংরেজি বিভাগ–১

চ. প্রত্নতত্ত্ব বিভাগ–১

ছ. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে)–২ 

গ্রেড ও বেতন: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এ প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্র ডাক যোগে প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা

রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ী, কুমিল্লা।

আবেদন ফি

২০০ টাকা (জনতা ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে)।

আবেদনের শেষ সময়

১৭ নভেম্বর ২০২৫

নির্দেশনা

১. সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।

২. সব প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ১১ এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

৩. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন