Logo
Logo
×

চাকরি

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদে সরাসরি জনবল নিয়োগ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদে সরাসরি জনবল নিয়োগ

১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি এবং ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর।

আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

গত ২৩ সেপ্টেম্বর অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) স্বাক্ষরিত স্মারকে আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৬৬৯ পদের মধ্যে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, নকশাকার পদে ৪১ জন, কার্যসহকারী পদে ১৪৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৬ জন, হিসাব সহকারী পদে ১১৯ জন, অফিস সহায়ক পদে ১৬১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৮১ জন এবং মালি পদে ১৮ জন নিয়োগ করা হবে।

নির্দেশনায় বলা হয়, দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি ১৪তম থেকে ১৬তম গ্রেডের যেকোনো একটি পদে এবং ২০তম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।

গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।

আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ওয়েবসাইটের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীর শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি সংক্রান্ত সনদের কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও সার্ভিস চার্জ ৪/- টাকাসহ মোট ১০৪/- টাকা জমা দিতে হবে। ফরম পূরণ করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ১ অক্টোবর সকাল ১০টা থেকে। শেষ হবে ৩১ অক্টোবর বিকাল ৫টায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন