Logo
Logo
×

চাকরি

৪৮তম বিশেষ বিসিএসের ফল কখন, যা বলছে পিএসসি

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম

৪৮তম বিশেষ বিসিএসের ফল কখন, যা বলছে পিএসসি

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে ১৮ জুলাই। আগামীকাল সোমবার (২১ জুলাই) এ বিসিএসের ফল প্রকাশের কথা রয়েছে। তবে ফল প্রস্তুত হয়ে গেলে আজ রাতেও প্রকাশ করা হতে পারে।

রোববার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফলাফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। আমাদের রোডম্যাপ অনুসারে আগামীকাল সোমবারের মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ হবে। তবে সব কিছু প্রস্তুত হলে আরও আগে প্রকাশ হতে পারে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন সেই তথ্য জানায়নি পিএসসি


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন