Logo
Logo
×

চাকরি

ইউএস-বাংলা গ্রুপে টেকনোনেক্সট সফটওয়্যারসহ শতাধিক পদে নিয়োগ

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

ইউএস-বাংলা গ্রুপে টেকনোনেক্সট সফটওয়্যারসহ শতাধিক পদে নিয়োগ

ছবি-সংগৃহীত

ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে জরুরী ভিত্তিতে শতাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিজনেস এনালিস্ট নিয়োগ করতে যাচ্ছে। টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেড বর্তমানে বিজনেস সম্প্রসারণ করছে এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে ডোমেইন এক্সপার্ট (মাল্টিপল ডিজিটাল প্ল্যাটফর্ম) হিসেবে যোগদানের জন্য প্রতিভাবান পেশাদারদের খুঁজছে। ইউএস-বাংলা গ্রুপের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক-মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

আপনি কি একজন উৎসাহী এবং দক্ষ পেশাদার যিনি আপনার ক্যারিয়ারকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান? আপনি কি এমন গতিশীল পরিবেশে সাফল্য লাভ করতে চান, যেখানে উদ্ভাবন, সহযোগিতা এবং শ্রেষ্ঠত্ব আপনার প্রতিটি কাজের মূলে থাকে? টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগদান করুন এবং ডিজিটাল সমাধানের ভবিষ্যত গড়ে তুলতে আমাদের সহায়তা করুন।

প্রাসঙ্গিক শিক্ষাগত পটভূমি সহ ডোমেইনের তালিকা:

১. হোটেল বুকিং প্ল্যাটফর্ম

২. ই-কমার্স প্ল্যাটফর্ম (B2B এবং B2C)

৩. রিটেইল সফটওয়্যার

৪. হোম সার্ভিসেস প্ল্যাটফর্ম

৫. রিয়েল এস্টেট পোর্টাল

৬. লজিস্টিকস ম্যানেজমেন্ট সিস্টেম

৭. ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম (ক্রয়, বিক্রয়, সঞ্চয়)

৮. রেমিট্যান্স সফটওয়্যার

৯. অনলাইন স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম

১০. পেমেন্ট গেটওয়ে সিস্টেম (PSO/PSP)

১১. অ্যাকাউন্টিং এবং MIS সফটওয়্যার

১২. এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার

১৩. অনলাইন ফার্মেসি (B2B এবং B2C)

১৪. ডিজিটাল ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম

১৫. হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার

১৬. এগ্রিটেক পোর্টাল


পদ: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার/ সফটওয়্যার ইঞ্জিনিয়ার 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক (বিএসসি)/ তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক

অভিজ্ঞতা: 

* সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার - কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা

* সফটওয়্যার ইঞ্জিনিয়ার - ২-৪ বছরের অভিজ্ঞতা

পদ: সিনিয়র বিজনেস এনালিস্ট 

শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 

অভিজ্ঞতা: 

* সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার - কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা


পদ: বিজনেস এনালিস্ট 

শিক্ষাগত যোগ্যতা: পদ: কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, পরিসংখ্যান, মার্কেটিং, ফিন্যান্স, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি। 

অভিজ্ঞতা : 

* সফটওয়্যার ইঞ্জিনিয়ার – অভিজ্ঞতার প্রয়োজন নেই

১ থেকে ১১ নং পর্যন্ত ডোমেইন লিস্ট এর জন্য-

মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনা, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রে অন্য যেকোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।

১২ নং ডোমেইন লিস্ট এর জন্য- মানব সম্পদে স্নাতক ডিগ্রি, অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখা

১৩ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ফার্মেসি অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

১৪ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, ব্যাংকিং এবং বীমা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

১৫ নং ডোমেইন লিস্ট এর জন্য-বিজ্ঞাপন, হাসপাতাল ব্যবস্থাপনা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

১৬ নং ডোমেইন লিস্ট এর জন্য-কৃষি, পশুচিকিৎসা অথবা বিজ্ঞান বা ব্যবসার ক্ষেত্রের যেকোনো প্রাসঙ্গিক শাখায় স্নাতক ডিগ্রি

চাকরির অবস্থা : পূর্ণকালীন

কর্মক্ষেত্র : অফিসে কর্মরত

কর্মক্ষেত্র : ঢাকা

সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সফট ওয়্যার ইঞ্জিনিয়ার এর জন্য এপ্লিকেশন লিংক:  https://forms.gle/xCqWEuf6n4PhPseHA

সিনিয়র বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক: 

https://forms.gle/Fax2bDPKHbjjzEwQ8

বিজনেস এনালিস্ট এর জন্য এপ্লিকেশন লিংক:  

https://forms.gle/9R5sXxFxpy1VcaSp9

আপনি কেন টেকনোনেক্সট সফটওয়্যার লিমিটেডে যোগ দিবেন?

- প্রতিযোগিতামূলক বেতন (দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে) 

- ব্রেকফাস্ট এবং লাঞ্চ : সম্পূর্ণ ফ্রি 

- বার্ষিক বেতন পর্যালোচনা (পারফরমেন্স-ভিত্তিক) 

- উৎসব বোনাস : প্রতি বছর ২টি 

- স্বাস্থ্য বীমা (পারিবারিক কভারেজ) 

- শিক্ষা-বান্ধব পরিবেশ 

- সপ্তাহান্তে ছুটি : শুক্র এবং শনিবার 

- ছুটির নীতি (অর্জিত, অসুস্থ এবং নৈমিত্তিক ছুটি ইত্যাদি)।


আবেদনের শেষ তারিখ ৩১শে জুলাই ২০২৫ইং।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন