Logo
Logo
×

ফিচার

যেসব খাবারে ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৪৭ পিএম

যেসব খাবারে ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে

যেসব খাবারে শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে

শরীর সুস্থ রাখতে যেমন ভিটামিন প্রয়োজন, তেমনই প্রয়োজন হয় খনিজের। শরীরের খনিজের চাহিদা মেটাতে তেমন একটি গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেসিয়াম। এই খনিজের অভাব হলে ক্লান্তি, হাড় ক্ষয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। অনিদ্রা থেকে খিদে কমে যাওয়া, হাড় ভঙ্গুর হওয়ার মতো সমস্যা সমাধানের জন্য ম্যাগনেসিয়াম খুব জরুরি। দৈনন্দিন খাদ্যতালিকায় বেশ কিছু সবজি থেকে ফল রাখলে শরীর সুস্থ থাকবে ও ম্যাগনেশিয়ামের ঘাটতি দূর হবে।

কলা

প্রচুর ম্যাগনেসিয়াম থাকে কলায়। এছাড়া থাকে পটাশিয়াম এবং ভিটামিন সি-ও। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে কলা রাখলে শুধু ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে না, আরো উপকার মিলবে। কোষ্ঠকাঠিন্য দূর করতে, শরীরে পুষ্টি জোগাতে কলা খুব উপকারী। কলা সরাসরিও খেতে পারেন, তবে ওট্‌সের সঙ্গে স্মুদি হিসেবে খেলে বাড়তি পুষ্টি যোগ হবে।

পালং শাক

এই শাকও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণে কার্যকর। পালং শাকে শুধু ম্যাগনেশিয়াম নয়, আয়রন, ভিটামিন এ এবং সি থাকে। পালংশাক দিয়ে স্মুদি বানিয়ে নিতে পারেন, সবজি হিসাবে খেতে পারেন। স্যালাডেও খাওয়া যায় এটি। তবে, উচ্চ তাপমাত্রায় বেশি তেল-মশলা দিয়ে রান্না করলে এর যথাযথ পুষ্টিগুণ মিলবে না।

কাঠবাদাম

ম্যাগনেসিয়ামের আরো একটি উৎস হল কাঠবাদাম। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটও। কাঠাবাদাম ভিজিয়ে খেলে উপকার বেশি। স্যালাডের সঙ্গে বা এমনিও কাঠবাদাম খেতে পারেন।

ডার্ক চকোলেট

প্রচুর ম্যাগনেসিয়াম থাকে ডার্ক চকোলেটেও। এতে থাকে অ্যান্টিঅক্সিড্যান্টও। ডার্ক চকোলেট মন ভালো রাখতেও সাহায্য করে। তবে বেশি নয়, একটা ছোট্ট টুকরো খেতে পারেন। রোজ ডার্ক চকোলেট না খেয়ে মাঝেমধ্যে পরিমিত পরিমাণে খেলেই ভালো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন