ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে তৈরি করুন প্রাকৃতিক রুম ফ্রেশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
বর্ষায় জানালা-দরজা বন্ধ থাকলে ঘরে ভ্যাপসা ও স্যাঁতসেঁতে গন্ধ ঘিরে ধরে। বাজারের রুম ফ্রেশনারেও মেলে না দীর্ঘস্থায়ী সমাধান। এ অবস্থায় ঘরের প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে ঘরোয়া উপাদান ব্যবহারেই তৈরি করা যেতে পারে কার্যকর রুম ফ্রেশনার।
দেখে নিন কিছু সহজ উপায়—
ভিনেগার ব্যবহার করুন: একটি উঁচু জায়গায় বাটিতে সামান্য ভিনেগার রাখুন। এটি ঘরের বাজে গন্ধ শুষে নিতে সাহায্য করবে।
প্রাকৃতিক সুগন্ধি মিশ্রণ: তেজপাতা, দারুচিনি, লেবুর টুকরো ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিলিয়ে একটি ছোট বাটিতে রেখে দিন। দীর্ঘসময় ধরে মিষ্টি ও হালকা ঘ্রাণ ছড়াবে ঘরে।
সুগন্ধি মোমবাতির জাদু: বাজারে কিনতে পাওয়া বিভিন্ন ফ্লেভারের সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে ঘরের গন্ধ দূর করুন।
বেকিং সোডা কার্ডবোর্ডে: ছোট এক কার্ডবোর্ড বাক্সে কিছু বেকিং সোডা ও সুগন্ধি তেল দিয়ে ছিদ্র করে ঘরের কোণায় রাখুন। এটি কার্যকর প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবে কাজ করবে।
স্প্রে করে দিন গন্ধ-ঘেরা ফ্রেশনার: পানিতে লেবুর কুচি, পুদিনা ও লবঙ্গ ফুটিয়ে একটি বোতলে ভরে ছড়িয়ে দিন ঘরে। শুধু সুগন্ধ নয়—পোকামাকড়ও থাকবে দূরে।
শুকনো লেবুপাতা ও কমলার খোসার ব্যবহার: শুকনো লেবুপাতা ও কমলার খোসা গুঁড়ো করে এসেনশিয়াল অয়েল মিশিয়ে রাখুন কাচের পাত্রে। এটি ধীরে ধীরে ঘরকে ভরিয়ে তুলবে প্রাকৃতিক ঘ্রাণে।
এই উপায়গুলো সহজেই ঘরে ব্যবহারযোগ্য এবং ক্ষতিকর রাসায়নিকমুক্ত। ঘরের বাতাস সতেজ রাখতে আজ থেকেই ব্যবহার শুরু করতে পারেন এই ঘরোয়া কৌশল।



