প্লেন দুর্ঘটনায় বন্ধু হারিয়ে বাকরুদ্ধ বলিউড অভিনেতা বিক্রান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:০১ পিএম
ছবি- সংগৃহীত
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হঠাৎ ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং প্লেন। একজন যাত্রী ছাড়া সেই প্লেনের আর কোনো যাত্রী বেঁচে নেই। কুণ্ডলী পাকিয়ে থাকা সেই লাশের ভিড়ে রয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির এক বন্ধু। প্রিয়জনকে হারিয়ে এখন বাকরুদ্ধ এ অভিনেতা।
এদিন রাতেই প্রিয়জন হারানোর খবর দিয়েছিলেন বিক্রান্ত। আহমেদাবাদের ভয়ানক প্লেন দুর্ঘটনার শোক যে তার কাছে ব্যক্তিগত, সেকথা উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং প্রিয়জনদের কথা ভেবে আমার মন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ এই শোক আমার ব্যক্তিগত। এই দুর্ঘটনায় আমার সম্পর্কীয় কাকা ক্লিফোর্ড কুন্দের তার ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ঈশ্বর আমাদের সকলকে শক্তি দিন।’
বিক্রান্তের শোকবার্তার পরই শোরগোল পড়ে যায় বিনোদন দুনিয়ায়। একের পর এক শোকবার্তা আসে অভিনেতার সোশ্যাল মিডিয়ায়। সকলেই ভেবেছিলেন, মৃত সহকারী পাইলট সম্ভবত বিক্রান্ত ম্যাসির চাচাতো ভাই। তবে শুক্রবার সকালেই ধোঁয়াশা পরিষ্কার করলেন এ অভিনেতা।
বিক্রান্ত মাসে জানান, ওই বিমান দুর্ঘটনায় মৃত সহকারী পাইলট ক্লাইভ কুন্দেরের সঙ্গে আদতে তার রক্তের কোনো সম্পর্ক নেই। তিনি আপন চাচাতো ভাই নন। ক্লাইভ আসলে তাদের পারিবারিক বন্ধু। নতুন পোস্টে সেকথা উল্লেখ করেই বিক্রান্ত জানান, ‘আর কোনো জল্পনা-কল্পনা করবেন না দয়া করে। অনুরোধ করছি, আমাদের পরিবার এবং প্রিয়জনদের শান্তিতে শোক পালন করতে দিন।’



