Logo
Logo
×

বিনোদন

শাকিব-অপুর এক হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১১:৫১ এএম

শাকিব-অপুর এক হওয়ার গুঞ্জনে যা বললেন বুবলী

ছবি- সংগৃহীত

সম্প্রতি ঢালিউড মেগাস্টার শাকিব খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে অপু বিশ্বাস ও বুবলীর মধ্যকার লড়াই।

সিনেমাপ্রেমীরা যখন শাকিব অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত, তখন ‘কিং খান’কে দেখা গেছে পরিবারের সঙ্গে সময় কাটাতে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখে মাস্ক পরে ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠতে। সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। ভিডিওটিতে দেখা যায়, শাকিব, অপু এবং জয় একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন—সামনের সিটে বসেন শাকিব ও জয়, আর পেছনে ওঠেন অপু। জয়ের হাতে ছিল একটি শপিং ব্যাগ।

ভক্তরা যখন ভিডিও করতে শুরু করেন, অপু বিশ্বাস হেসে তাদের দিকে তাকান। তবে শাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন। ধারণা করা হচ্ছে, তারা ছেলের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন। এই ভিডিও প্রকাশের পর থেকেই গুঞ্জন উঠেছে—তবে কি আবারো এক হচ্ছেন শাকিব-অপু?

তবে সেই গুঞ্জনে পানি ঢাললেন বুবলী। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি শাকিব খানের সঙ্গে নিজের ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্টে বুবলী লেখেন,  ‘কিছুদিন আগের জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা-মাসহ পুরো পরিবারের সঙ্গেই আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিনের,  ঠিক স্পেশাল দিন গুলোর মতোই।

এই পোস্ট দেখার পর কিছু মানুষ আবার বলছেন, শাকিব খান আসলে অপু-বুবলী দুইজনের সাথেই গোপনে সংসার করছেন। কিন্তু সেটা কাউকে জানাতে চাচ্ছেন না। 

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন