Logo
Logo
×

বিনোদন

মৃত্যুর সঙ্গে হেরে না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:৪৪ পিএম

মৃত্যুর সঙ্গে হেরে না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ

ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা তানিন সুবাহ আর নেই। মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা।  

গত রোববার চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন, যদিও তার হৃদযন্ত্র তখনো কিছুটা সচল ছিল। তবে মস্তিষ্কের কার্যক্ষমতা থেমে যাওয়ায় অবস্থার আরও অবনতি ঘটে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকদের সঙ্গে পরিবারের সদস্যরা পরামর্শ করে অবশেষে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।  

এর আগে, ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবাহ। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।  

২০১২ সালে ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন তানিন সুবাহ। অভিনয়ের পাশাপাশি গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও পরে তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে কাজ করে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন।  

সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। তবে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে তিনি বড় পর্দায় শক্ত অবস্থান গড়ে তোলেন।  

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।  

তানিন সুবাহর আকস্মিক প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পীরা তাকে স্মরণ করছেন এবং তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন