যৌন হেনস্তা ও মাফিয়ার কারণেই বলিউড ছাড়েন ইমরান হাশমির নায়িকা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:৩২ এএম
ছবি- সংগৃহীত
‘আশিক বানায়া আপনে’ খ্যাত ইমরান হাশমির নায়িকা বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত হঠাৎ করেই হারিয়ে যান সিনেমা থেকে।
এর আগে একাধিকবার নিজের অভিনয় জীবনের ইতি প্রসঙ্গে কথা বলেছেন তনুশ্রী। অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন, বলিউড মাফিয়াদের দিকে। বিশেষ করে ‘মি-টু আন্দোলন’-এ নানা পাটেকারের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তনুশ্রীর জীবন হয়ে উঠেছিল নরক এমনটাই দাবি করেছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন, ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় তাকে বাজেভাবে স্পর্শ করেন অভিনেতা নানা পাটেকার। এ নিয়ে মামলাও করেন তনুশ্রী। উপযুক্ত প্রমাণের অভাবে এই মামলা থেকে মুক্তি দেওয়া নানা পাটেকারকে। এর পরই সিনেমা জগত থেকে হারিয়ে যান তনুশ্রী।
নানা পাটেকার ছাড়াও ‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তনুশ্রী। নায়িকার অভিযোগ, বিবেকের সিনেমার শুটিংয়ের সময় ছোট পোশাক পরতে হতো। এমনকি শট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। ছোট পোশাকে সকলের সামনে বসে থাকতে বাধ্য করতেন।
আরএস/



