ছবি : সংগৃহীত
সাইফ আলি খানের ওপর হামলার পর চমকে উঠেছিল গোটা বলিউড। এই ঘটনার তিন দিনের মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রশ্ন উঠে-এত বড় তারকার বাড়িতে কেন নেই কোনো কড়া নিরাপত্তা?
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই জীবনে এক বড় সিদ্ধান্ত নিলেন কারিনা কাপুর খান। ৪৪ বছর বয়সী এ অভিনেত্রী জানালেন, নিজের জীবনযাপন সম্পূর্ণ বদলে ফেলেছেন ।
কারিনা আগেও খুব বেশি অনিয়ম করতেন না, তবে মাঝেমধ্যেই তার বাড়িতে বন্ধুবান্ধবীদের নিয়ে চলত নাইট পার্টি। এখন সব বন্ধ। করিনা এখন নিয়মিত সন্ধ্যা ৬টার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলেন এবং রাত সাড়ে ৯টার মধ্যেই শুয়ে পড়েন।
এক সাক্ষাতকারে কারিনা বলেন, ‘আমাকে আর কোনো রাতের পার্টিতে পাওয়া যাবে না। আমার বাড়ির লোকেরা জানেন আমি বদলে গিয়েছি। রাতে বিছানায় শুয়ে অল্প আওয়াজে ওয়েব সিরিজ দেখি, এতটুকুই।
সাইফের ওপর আক্রমণের আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার অভিজ্ঞতা যেন কারিনার ভেতরেই এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছে-আরও নিয়মানুবর্তী, শান্তিপূর্ণ এবং নিরাপদ জীবনযাত্রা।
আরএস/



