Logo
Logo
×

বিনোদন

ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:৩৩ এএম

ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

ছবি : সংগৃহীত

‘বসগিরি’ চলচ্চিত্রের  মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এবার নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুবলী। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে প্রকৃতির খুব কাছে থাকতে চান এবং পুরোদমে কৃষিকাজে মনোনিবেশ করবেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করে বুবলী এই ইচ্ছার কথা জানান। ছবিগুলোতে তাকে কাঁঠাল গাছের পাশে বাগান পরিচর্যায় ব্যস্ত এবং জমিতে নিড়ানি দিতে দেখা গেছে। প্রকৃতির সবুজ পরিবেশে বুবলীর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।

ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরো দমে কৃষি কাজ করবো, ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালবো। কারণ প্রকৃতি একটু বেশীই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

বুবলীর এই ভিন্নধর্মী পরিকল্পনার প্রশংসা করেছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রইলো এতো সুন্দর পরিকল্পনার জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ চিন্তাভাবনার সাথে সুন্দর ব্যক্তিত্বের কোমলতা ফুটে উঠেছে।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলী বেশ সক্রিয়। কিছুদিন আগেই সন্তান নিয়ে ফেসবুক যুদ্ধে ভাইরাল হয়েছিলেন বুবলী ও অপু বিশ্বাস। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়তে হয় বুবলীকে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন