Logo
Logo
×

বিনোদন

আবার শাকিব ঝড়, তাণ্ডবের টাইটেল ট্র্যাক প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৩:২০ পিএম

আবার শাকিব ঝড়, তাণ্ডবের টাইটেল ট্র্যাক প্রকাশ

ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ঈদুল ফিতরে ‘বরবাদ’ সিনেমা কাঁপিয়ে দিয়েছেন। এবার কুরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিলেন শাকিব খান।

গতকাল বুধবার (২৮ মে) ইউটিউবে প্রকাশিত হয় সিনেমাটির টাইটেল সং- ‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পাঁয়তারা।

রক্ত গরম করে তোলার মতো সেই বিট শোনা যায় গানের শুরুতেই; যা পূর্বাভাসেও শোনা গিয়েছিল খানিকটা। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা। ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

গানটি প্রকাশ করে আলফা আইয়ের অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে – ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক— মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। আর মুক্তির পর নতুন করে ইতিহাস লিখবে তাণ্ডব, তা বলাই বাহুল্য!

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন