ঢাকাই সিনেমার খ্যাতনামা অভিনেতা মিশা সওদাগর
প্রায় নয় বছর আগে ‘মিসড কল’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন ঢাকাই সিনেমার খ্যাতনামা অভিনেতা মিশা সওদাগর। দুর্ঘটনায় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হলেও চিকিৎসকরা পরবর্তীতে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
সেই পরামর্শ অনুযায়ী সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে যান এবং ডালাসের একটি হাসপাতালে ভর্তি হন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে তার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন এ জনপ্রিয় খল অভিনেতা।
হাসপাতাল থেকে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বর্তমান অবস্থা জানান মিশা। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অসীম রহমতে সফলভাবে আমার লিগামেন্ট অপারেশন শেষ হয়েছে ডালাসে। এখন আমি বাসায় বিশ্রামে আছি।”
তিনি আরও বলেন, “দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও চলচ্চিত্র পরিবারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যে দোয়া ও ভালোবাসা দিয়েছেন, তা আমার জন্য বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে।”
উল্লেখ্য, 'মিসড কল' সিনেমার শুটিংয়ে একটি গানে নাচতে গিয়ে পড়ে গিয়ে মিশার পায়ে গুরুতর চোট লাগে। সেই আঘাতের পর থেকেই ধীরে ধীরে পায়ের সমস্যা প্রকট হয়, যার সমাধান হিসেবে লিগামেন্ট সার্জারিই ছিল একমাত্র উপায়। অবশেষে সেই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং মিশা এখন সুস্থতার পথে।



