Logo
Logo
×

বিনোদন

অভিনেতা সিদ্দিকের ওপর হামলার ভিডিও ভাইরাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম

অভিনেতা সিদ্দিকের ওপর হামলার ভিডিও ভাইরাল

গণপিটুনিতে পরনের টিশার্ট ছিঁড়ে যায় সিদ্দিকের (ডানে)। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের ওপর হামলার একটি ভিডিও মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে সিদ্দিককে—ছেঁড়া পোশাকে, ক্লান্ত ও নির্যাতনের চিহ্ন স্পষ্ট তার শরীরে।

এক যুবককে ভিডিওতে বলতে শোনা গেছে, সিদ্দিককে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে কোন থানায় নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

সিদ্দিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার নিকটজনরাও ঘটনার বিস্তারিত জানাতে পারেননি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই মিডিয়া অঙ্গনে এবং সাধারণ দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

টাঙ্গাইলের মধুপুরে জন্ম নেওয়া সিদ্দিক দীর্ঘ দুই যুগ ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—সব মাধ্যমেই তার বিচরণ। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টাও চালিয়ে আসছিলেন তিনি। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়নের জন্য চেষ্টা করলেও সফল হননি।

অভিনয়ে ‘কবি বলেছেন’, ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’সহ জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি টিভি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পান। তার ক্যারিয়ারে রাজনৈতিক সক্রিয়তা এবং সামাজিক মন্তব্যও বহুবার আলোচনায় এসেছে।

এই ঘটনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত ও সিদ্দিকের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন তার ভক্তরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন