Logo
Logo
×

বিনোদন

সামান্থার চোখে হৃতিক ‘সুপুরুষ’ নন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম

সামান্থার চোখে হৃতিক ‘সুপুরুষ’ নন

ছবি : সংগৃহীত

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশানকে বিশ্বের অন্যতম সুপুরুষ মনে করা হয়। তার চেহারা ও ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় যে বহু আন্তর্জাতিক মঞ্চেও তিনি ‘হ্যান্ডসাম হাঙ্ক’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু এই জনপ্রিয় ধারণার সঙ্গে একমত নন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়, হৃতিক রোশানকে ১০-এর মধ্যে কত নম্বর দিতে চান তিনি? প্রশ্নের উত্তরে সামান্থা হেসে বলেন, “অনেকেই হয়তো রাগ করবেন, কিন্তু আমার কাছে হৃতিক অতটা ‘সুপুরুষ’ নন। আমি তাকে ১০-এর মধ্যে ৭-এর বেশি দিতে পারি না।”

সামান্থার এমন মন্তব্য অনেককেই অবাক করতে পারে, কারণ হৃতিক রোশানকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে সামান্থা জানালেন, তার দৃষ্টিতে সৌন্দর্যের সংজ্ঞা একটু ভিন্ন।

তাহলে কারা সামান্থার চোখে ‘১০-এ ১০’? অভিনেত্রী নিজেই জানালেন, তার মতে দক্ষিণী সুপারস্টার মহেশবাবু সবচেয়ে সুদর্শন পুরুষ। “মহেশবাবুকে দেখতে দারুণ লাগে আমার। তার জন্যই বরাদ্দ ১০-এর মধ্যে ১০,” বললেন সামান্থা।

সামান্থার অভিনয় দক্ষতা যেমন প্রশংসিত, তেমনি তার ব্যক্তিজীবনও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি বেশ আলোচনায় ছিলেন।

যদিও হৃতিককে কম নম্বর দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক হতে পারে, সামান্থার এই মতামত নিঃসন্দেহে জানিয়ে দেয় যে সৌন্দর্য একটি সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতির বিষয়—আর তাতেই তৈরি হয় বৈচিত্র্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন