Logo
Logo
×

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা জাভেদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২৭ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা জাভেদ

ছবি : সংগৃহীত

বিনোদন জগতের ঢালিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। অনেক দিন ধরে তিনি ক্যানসারসহ নানা রকম অসুখে ভুগছেন। গতকাল বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

১৯৬৩ সালে ঢাকার চলচ্চিত্রে নৃত্যপরিচালক হিসেবে জাভেদ কর্মজীবন শুরু করেন। তার চলচ্চিত্রে প্রথম নৃত্যপরিচালনা ছিল ১৯৬৪ সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’। আর এ বছরই উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক সিনেমায়। তার অনেক কাজের মধ্যে ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। 

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন